ঝিনাইদহে লাখ টাকার সেতু অকেজো, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে স্থানীয়রা

দেশে এখন
এখন জনপদে
0

ঝিনাইদহে কোন কাজে আসছে না ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু। উদ্বোধনের তিন বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে দুর্ভোগ শেষ হয়নি স্থানীয়দের। অভিযোগ আছে প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরে নির্মাণ করা হয় ১৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু। যাতে খরচ হয় ৬৫ লাখ টাকার বেশি। তবে সংযোগ সড়ক না থাকায় এই সেতু কোনো কাজে আসছে না চলাচলকারীদের।

ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা, কাশীপুর, শিমলা, রোকনপুরসহ বেশ কিছু এলাকার মানুষ চলাচল করে এই পথ দিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় শিমলা-রোকনপুর ইউনিয়নের ফাঁকা মাঠে তৈরি করা হয় সেতুটি। নির্মাণের সময় কৃষকের সুবিধার কথা বলা হলেও বর্তমানে রাস্তার অভাবে তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় স্থানীয় ফসল পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি স্থানীয়দের গুণতে হয় বাড়তি অর্থ। প্রকল্পের নামে সরকারি টাকা হরিলুট হয়েছে বলে দাবি কৃষকের।

তবে এই প্রকল্পের বর্তমানে কোন অফিসের সন্ধান মেলেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামকে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন।

১৫ মিটার দৈর্ঘ্য সেতুটির ঠিকাদার প্রতিষ্ঠান ছিল সূর্য এন্টারপ্রাইজ।

এএম