দেড়যুগেও চালু হয়নি ময়মনসিংহের পরাণগঞ্জ হাসপাতাল, বন্ধ ইনডোর সেবা

.
স্বাস্থ্য
এখন জনপদে
0

উদ্বোধনের দেড়যুগ পরও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহ চরাঞ্চলে নির্মিত ২০ শয্যার পরাণগঞ্জ হাসপাতাল। নিয়োগ দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল। আউটডোর চালু থাকলেও শুরুই হয়নি ইনডোর সেবা। পরিত্যক্ত পড়ে আছে আবাসিক ভবন। স্থানীয়দের অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে হাসপাতালটি চালু হয়নি।

ব্রহ্মপুত্র নদের বিশাল চরাঞ্চল। দুই উপজেলার ৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের জন্য নেই কোন হাসপাতাল। দরিদ্রতা আর রোগে-শোকে কাতর চরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার জন্য ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটতে হয় ময়মনসিংহ মেডিকেলে।

সংকট সমাধানে ২০০৬ সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সদরের পরাণগঞ্জে নির্মিত হয় ২০ শয্যার এই হাসপাতাল। তবে যে প্রত্যাশায় হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণ হয়নি দীর্ঘ দেড়যুগেও। বর্তমানে শুধুমাত্র আউটডোর চিকিৎসা সেবা চালু রয়েছে এখানে। নেই রোগী ভর্তির ব্যবস্থা।

ময়মনসিংহ সদর পরাণগঞ্জ ২০ শয্যা হাসপাতাল আরএমও নবারুন বিশ্বাস বলেন, ‘এখানে মূলত বহির্বিভাগের চিকিৎসা দেয়া হয়। এখানে শিশু ও নারী চিকিৎসা দেয়া যা পুরোপুরি বহির্বিভাগে দেয়া হয়ে থাকে। আর সাধারণত হাঁচি, সর্দি, কাশি, জ্বর ও চর্ম রোগের চিকিৎসা দেয়া হয়ে থাকে।’

অথচ উদ্বোধনের পরই অপারেশন থিয়েটার, শয্যা, এক্সরে মেশিন, এসি, ল্যাবরেটরি ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য কোটি টাকার যন্ত্রপাতিও সরবরাহ করা হয়। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ না দেয়ায় রোগী ভর্তি চালু করা যায়নি। পরবর্তীতে শয্যাসহ সব যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয় অন্য হাসপাতালে। চিকিৎসক-নার্স ও কর্মচারীদের আবাসিক ভবনগুলোর পরিত্যক্ত অবস্থা।

ময়মনসিংহ সদর পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. সোলায়মান কবির বলেন, ‘এই হাসপাতালের জন্য আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জমি দান করেছিলাম সেটা থেকে চর এলাকাবাসী পাচ্ছে না। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসক, নার্স নিয়োগ হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে ইনডোর সেবা চালু করা যাচ্ছে না।

ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো শাহজাহান কবির বলেন, ‘সচিব এখানে পরিদর্শন এসেছিলেন তাকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই এই সংকট সমাধান করা হবে।’

এএম