নানা সংকটে জর্জরিত মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার

এখন জনপদে
0

মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার নানা সংকটে জর্জরিত। অবকাঠামোগত সমস্যা, জনবল সংকট এবং অবস্থানগত দুর্বলতাসহ এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে। ৩৮ হাজারের বেশি বই থাকা সত্ত্বেও পাঠকের অভাব এখানে স্পষ্ট।

২০১২ সালে শহীদ রফিক সড়কের ভাড়া করা জায়গা থেকে বেউথা এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। তবে, ভবনটির নিম্নমানের কাজের ফলে বিভিন্ন অংশে ধরেছে ফাটল। সেইসাথে দুটি শৌচাগারের মধ্যে একটি পুরোপুরি ব্যবহার অযোগ্য। যা পাঠকদের প্রতিনিয়ত অসুবিধায় ফেলছে।

ভবনে সমস্যার পাশাপাশি অবস্থানগত দুর্বলতাও গ্রন্থাগারের কার্যক্রমে প্রভাব ফেলছে। জেলা শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হওয়ায় পাঠকরা দূরে যেতে আগ্রহী হন না।

তাছাড়া, গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার জন্য আটজন কর্মীর প্রয়োজন হলেও কর্মরত রয়েছেন পাঁচজন। ফলে দৈনন্দিন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

তবে পাঠক বাড়াতে নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। গ্রন্থাগারটিতে রয়েছে দেড় শতাধিক পাঠকের পড়ার জায়গা। সেই সাথে রয়েছে মুক্তিযুদ্ধ, শিশু ও মানিকগঞ্জ কর্নার।

এএইচ