নোয়াখালীর সেনবাগে সালিশি বৈঠকে থানার গোলঘরে ভাঙচুর, আটক ৬

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠক চলাকালে বিবদমান দুইপক্ষ থানার গোলঘরে ভাঙচুর চালিয়েছে। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাৎক্ষণিক উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে।

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশারপাড় ইউনিয়নের উন্দনিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা জন্য আজ বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিশি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিশদারেরাও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিকেল আনুমানিক পাঁচটার দিকে সালিশ বৈঠক চলাকালে বিবদমান দুইপক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। যার এক পর্যায়ে এক অপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালাতে গিয়ে থানার গোলাঘরের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক থানার পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয়জনকে আটক করে। তাদের থানার হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক থানার গোলঘরে কাচ ভাঙচুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বাড়ির রাস্তা নিয়ে বিরোধ মীমাংসা জন্য দুইপক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশ বৈঠকে বসা হয়েছিল। বৈঠকের এক পর্যায়ের মধ্যে বাগবিণ্ডাকালে একপক্ষ অপরপক্ষকে ধাক্কা দেয়। এতে কাচেঘেরা গোলঘরের কাচ ভেঙে যায়।'

পুলিশ সুপার জানান, এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ