চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই জাহাজ আটক

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ পানামার পতাকাবাহী বিদেশি জাহাজ এম টি ডলফিন ১৯ সহ দুটি জাহাজকে আটক করেছে কোস্টগার্ড। পানামার জাহাজটি শুল্ক ফাঁকি দিয়ে ওটি ইউনিয়ন নামে বাংলাদেশি একটি জাহাজ থেকে বিপুল এ তেল সংগ্রহ করছিল। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) কোস্টগার্ড থেকে এই তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, গতকাল পানামার পতাকাবাহী এম টি ডলফিন জাহাজটি মংলা বন্দর যাওয়ার কথা। কিন্তু সেটি হঠাৎ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থেমে গেলে কোস্টগার্ডের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে দেখা যায় জাহাজটি সকাল সাতটা থেকে দুপুর ২ টা পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশি জাহাজ থেকে তেল সংগ্রহ করেছে। এসময় তারা তেল আদান প্রদানের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

সাধারণত এভাবে জ্বালানি সংগ্রহ করলে বাংলাদেশকে রাজস্ব দিতে হয়। কিন্তু এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনা ঘটায় জাহাজটি আটক করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিয়ে আসা হয়।

অপর বাংলাদেশি জাহাজের ৯ জন নাবিককে আটক করে কোস্টগার্ড চট্টগ্রাম নিয়ে আসে। জাহাজ দুটিকে আইন অনুযায়ী জরিমানা করা হবে বলে জানায় কোস্টগার্ড।

ইএ