মৌলভীবাজারের কমলগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৭

এখন জনপদে
0

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

গতকাল (সোমবার) রাত ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করেছে পুলিশ। নিহত মধু ওই এলাকার দুরুদ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাশ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ

BREAKING
NEWS
2