স্থানীয়রা জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে দুটি গাড়ির সংঘর্ষ হয়।
এ সময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি'র স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান।
এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন বলেন, ‘বিকালে হাসপাতাল মোড়ে ইঞ্জিনচালিত ভ্যান রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মারা যান।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, ‘মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপা নামে এক গৃহবধূ মারা যায়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।