অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার-কুসংস্কার দূর করার প্রত্যয়

বাংলা বছরের প্রথম দিন আজ। নানা আয়োজনের মাধ্যমে বরণ করা হয় এ দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে।

আজ (রোববার ১৪ এপ্রিল) সকাল থেকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাবি চারুকলার সামনে মানুষের ঢল নামতে থাকে। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শহরের নানা প্রান্ত থেকে যোগ দেয় মানুষ।

এদিন ভোর থেকে চারুকলার সামনে সারি করে রাখা হয় তাদের তৈরি করা বিভিন্ন মোটিভ। রঙ বেরঙের কাপড় পড়ে মানুষ আসতে থাকে শোভাযাত্রার উদ্দেশ্যে। বিভিন্ন বয়সের মানুষ যোগ দেয় নতুন বছরকে বরণ করে নিতে।

তিমির হননের গান কবিতার পংক্তি থেকে 'আমরা তো তিমির বিনাশী' প্রতিপাদ্য নিয়ে এবার বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছরকে। এ প্রতিপাদ্যের মাধ্যমে যাবতীয় অন্ধকার, কুসংস্কার, কলুষতা থেকে দূর হয়ে মানুষ এগিয়ে যাবে বলে মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা। সকাল সোয়া ৯টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে শিশু পার্কের সামনে থেকে ঘুরে আবারও চারুকলার সামনে এসে প্রায় ১ ঘণ্টা ব্যাপী মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। আয়োজনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

এসএস