ব্যতিক্রমী এ আয়োজনে রেজিস্ট্রেশনের পাশাপাশি দর্শকরা নিয়ে আসে পছন্দের বই, যে বইযোগে কাকতাল ব্যান্ড আয়োজন করতে যাচ্ছে নতুন কিছু।
শীতের হিমেল বাতাস, রঙিন আলো আর খোলা আকাশের নিচে বসে বাঁশির সুর উপভোগ এ এক নয়নাভিরাম দৃশ্য শেষ কবে দেখেছেন?
১৯ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হওয়া কাকতাল ব্যান্ডের ভিন্নধর্মী আয়োজন বড় খাওন বই সম্প্রদানের কথা।
আসিফ ইকবাল অন্তু'র কণ্ঠে জীবন গল্পের মন ছুঁয়ে যাওয়া লিরিক্স আর মাঘের চাঁদ পোহাতে তাইতো মন গলে যায় শ্রোতাদের।
একের পর এক গানে ভেসে ওঠে দর্শকের কণ্ঠ মেলানোর সুর। জেলখানায় তৈরি হওয়া এ ব্যান্ডের ভিন্নধর্মী আয়োজন দেখতে শ্রোতাদের ছুটে আসার পেছনের গল্পের পসরা তারুণ্যদীপ্ত।
কাকতালের ব্যবস্থাপক সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, 'দর্শকদের জমা নেয়া বই যোগে সামনে আসছে ভিন্নধর্মী আয়োজন।'
কাকতালের ভিন্নধর্মী এ আয়োজন চলে ৩ ঘণ্টার বেশি সময়।