গতকাল (বুধবার, ২৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
নিহত সম্রাট উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গার অক্ষয় মন্ডলের ছেলে।
এলাকাবাসি জানায়, সম্রাট নিজেই তার নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করতো। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে একটি বাড়িতে চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায়।
আরও পড়ুন:
রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যায়। এসময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশাপাশের লোকজন এসে ধরে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পরে সেলিম নামের এক সন্ত্রাসী।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘নিহত সন্ত্রাসী সম্রাটের নামে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলাও রয়েছে। সম্রাটের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’





