খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

গুলিবিদ্ধ এনসিপি নেতা
গুলিবিদ্ধ এনসিপি নেতা | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা গুলি করেছে বা হামলার উদ্দেশ্য কী সে বিষয়ে কিছু জানা যায় নি।

মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘সোনাডাঙ্গা এলাকায় মোতালেব সিকদা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’

ওসি রফিকুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এএইচ