সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয়া হয়। এরপর মধ্যরাতে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, এরপর কাজলায় রাইদা পরিবহন এবং ভোরে সোনারগাঁয়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়।
আরও পড়ুন:
এছাড়া একটি পরিত্যক্ত প্রাইভেট কারেও আগুন জ্বলতে দেখা যায়। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ জানানো হবে ১৩ নভেম্বর।
মূলত এ কারণেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা ধারণা পুলিশের।
আগ্নিসংযোগের পাশাপাশি সোমবার রাজধানীর অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।





