খুলনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের বোমা হামলায় নিহত ১, আহত ২

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয়
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় | ছবি: এখন টিভি
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয়ে গুলি নিক্ষেপ ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় কুয়েট সংলগ্ন হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এএইচ