নারায়ণগঞ্জে ডিপিডিসির সাব-স্টেশনে ডাকাতি, ৪৪ লাখ টাকার মালামাল লুট

পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশন
পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশন | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল প্রায় ৪৪ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টা থেকে মধ্য রাত পর্যন্ত সময়ের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এসময় সাব স্টেশনের নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করা হয়। এ বিষয়ে আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে সাব-স্টেশনের দোভাষী মো. সেলিম ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে শ্রমিকদের পোশাক পরে সাব-স্টেশনে প্রবেশ করে। পরে ডিউটিরত সিকিউরিটি গার্ড আব্দুল কুদ্দুসকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর আরও ১৫-২০ জন ডাকাত প্রবেশ করে শ্রমিক নাছির, রাজিব এবং সিকিউরিটি গার্ড এনামুল, সিয়ামসহ অন্যদের বেঁধে মারধর করে ও ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতরা এসময় কন্ডাক্টর কেবল, রিং নেটওয়ার্ক ক্যাবিনেট, বন্ধ বাসবার, ট্রান্সফরমার কেবল, তামার বাসবারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল একটি ট্রাক ও একটি ব্যাটারিচালিত অটোতে তুলে নিয়ে যায়। পরে সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬ টায় ডিউটিরত নিরাপত্তা প্রহরী হাসনাত এসে শ্রমিক ও গার্ডদের বেঁধে রাখা অবস্থায় একটি কক্ষ থেকে উদ্ধার করে। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম সোমবার রাতে এখন টিভিকে জানান, ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মো. সেলিম নামে ওই প্রতিষ্ঠানের এক দোভাষী কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে। আমরা ডাকাতদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।

এএইচ