গ্রেপ্তারকৃতরা হচ্ছেন টাঙ্গাইলের ঘাটাইল উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. রাসেল (২৪) ও কুড়িগ্রামের রৌমারীর খেওয়ার চর গ্রামের মৃত ওসমান গনি ছেলে মো. শাহজাহান আলী (৪০)।
আরও পড়ুন:
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, অভিযুক্ত শাহজাহান আলী ও ভুক্তভোগী নারী একই এলাকার। সাত বছর পূর্বে ও নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে বিয়ের প্রলোভন দেন শাহজাহান। বিষয়টি পরিবারের সদস্যদের জানান ওই নারী।
পরে শাহজাহান আলী ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে হুমকি ধামকি ও ক্ষতি করার চেষ্টা করে। একপর্যায়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শাহজাহান আলী ওই নারী ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চলতি বছরের ৯ জুলাই ওই নারী বাদী হয়ে শাহজাহানের বিরুদ্ধে রৌমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মসজিদের পাশ থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
এ দিকে গাজীপুরের শ্রীপুরে ভুক্তভোগী নারীর সাথে অভিযুক্ত রাসেল গার্মেন্টেসে চাকরি করতেন। ফলে রাসেল ভুক্তভোগীর বাসায় যাতায়াত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন ওই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন রাসেল।
চলতি বছরের ১০ জুলাই বিকেলে ওই ভুক্তভোগী নারীকে রাসেল জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ২ আগস্ট শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে রোববার রাতে ঘাটাইলের প্যাঁচের আটা রসুলপুর গ্রাম থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে দু’জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





