অপরাধ ও আদালত
0

গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতির চেষ্টা, উদ্ধার চারটিই খেলনা পিস্তল

ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশিয় ছুরি পাওয়া যায়।আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, কোনো এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এজন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায় বলে দাবি করেছে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের।

আহম্মদ মঈদ বলেন, '৯৯৯ এ থেকে প্রথম ডাকাত দলের খবর পায় পুলিশ। ১০ জন কর্মকর্তাসহ ৬ জন গ্রাহক জিম্মি করে ডাকাত দল। ডাকাত দলের দু'জনই ১৬ বছরের নিচে। গ্রেপ্তাররা হলেন মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)।ডাকাত দলে যুক্ত থাকা দুইজন স্থানীয় আর একজন গোপালগঞ্জের।'

তিনি জানান, বিভিন্ন মুভি দেখে একটা অ্যাডভেঞ্চার হিসেবে এই কাজটা করতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ডাকাতিতে ব্যবহার করা সবগুলোই (৪টি) ছিলো খেলনা পিস্তল।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

আসু

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!