অপরাধ ও আদালত
1

আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত এগিয়ে নেয়া হবে: আসিফ নজরুল

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার গুরুত্ব দিয়ে দ্রুত এগিয়ৈ নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ (বুধবার, ১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা জানান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আবরার ফাহাদ হত্যার বিচার চলছে। এটিকে আরও গুরুত্ব দিয়ে দ্রুত বিচার কাজ এগিয়ে নেয়া হবে।’

তিনি বলেন, ‘দেশে সাইবার সিকিউরিটিসহ যতগুলো বিবর্তনমূলক আইন আছে সবগুলো সংস্কার করা হবে।’

এছাড়াও ৩১ আগস্টের মধ্যে সারাদেশে ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ অধ্যাপক।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্র-জনতার বিরুদ্ধের ঢাকায় এবং সারাদেশে ৩১ আগস্টের মধ্যে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।’

কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের সাতই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তখন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছিলেন, পুলিশের ধারণা রাত দুইটা থেকে আড়াইটার দিকে হত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয় ভোরে। হত্যাকাণ্ডের ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় একটি মামলা করেন।

সেখানে অভিযোগ করা হয়, শিবির সন্দেহে তাকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বুয়েট ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ ২৬জন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর