এ দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোহার রড বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেইলার ও একটি হাইচ গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।
আরও পড়ুন:
অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, নিহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্রাফিক সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, ইউটার্ন নেয়ার সময় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





