ফরিদপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়

রিমোট কন্ট্রোল আইইডি নিষ্ক্রিয়
রিমোট কন্ট্রোল আইইডি নিষ্ক্রিয় | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে ব্রিজের উপর থেকে উদ্ধারের ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমাটি। আজ (রোববার, ১১ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।

এটিইউ-এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল। গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন:

এর আগে গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

এএম