এতে দেশের ব্যস্ততম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। এসময় হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে মহাসড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। তারা এ দাবিতে বিভিন্ন স্লোগানও দেন। অবরোধে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
এনসিপিʼর জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, ‘হাদির ওপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। সে বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।’
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে নিভৃত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। পরে বিকেল সোয়া চারটার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাইনবোর্ডে আসেন। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। পরে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।





