তারেক রহমানের সংবর্ধনায় যেতে বগুড়া থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

বগুড়ার বিএপির নেতাকর্মীরা
বগুড়ার বিএপির নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের বনানীতে জড়ো হন শত শত নেতাকর্মী।

সকালে বগুড়া শহরের বনানীতে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানকে একজনর দেখতে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

আরও পড়ুন:

পরে ৫০টি বাস একযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। এরআগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতেও ৪৫টি বাসে করে ঢাকায় আসেন নেতাকর্মীরা।

এফএস