ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও

বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচী
বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচী | ছবি: এখন টিভি
0

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনকারীরা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে। আজ (সোমবার, ১ ডিসেম্বর) সকাল থেকে জেলা সদর বোরহানউদ্দিন ও লালমোহনে আন্দোলন কর্মসূচি পালন করে সেতু বাস্তবায়নে ভোলাবাসী। কর্মসূচির মধ্যে রয়েছে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ও ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা ট্রাকে করে বোরহানউদ্দিন যান। সেখানে আবদুল জব্বার কলেজ মাঠে আগে থেকে অবস্থান নেয়া বোরহানউদ্দিনের আন্দোলনকারীদের সমাবেশে অংশ নেন।

পরে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে না গিয়ে না গিয়ে তারা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে যান। বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে।

আরও পড়ুন:

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ নৌবাহিনীর সদস্যরা তাদের ঘিরে রাখে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইএ