আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান
৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান | ছবি: এখন টিভি
0

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল এ আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই মিলনায়তনে সমবেত হন আর্মি অর্ডন্যান্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়করা। এসময় সেনাবাহিনী প্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্ব ধরে রেখে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি।

পরে আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন সেনাবাহিনী প্রধান। সম্মেলনে ঊর্ধ্বতন সেনা অফিসার এবং আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

এএইচ