কিশোরগঞ্জে খেয়া নৌকায় দুষ্কৃতিকারীদের আগুন

খেয়া নৌকায় আগুন
খেয়া নৌকায় আগুন | ছবি: এখন টিভি
0

কিশোরগঞ্জের নিকলীতে নরসুন্দা নদীর ঘাটে বেঁধে রাখা একটি খেয়া নৌকায় দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আবুল কালামের খেয়া নৌকাটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। হঠাৎ দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাশেই থাকা তার ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়।

আরও পড়ুন:

নৌকার মালিকরা দাবি করেছেন, আগুনে দুইটি নৌকা মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি দুষ্কৃতিকারীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চলছে বলেও জানান তারা।

ইএ