সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া থেকে দুই জনের মরদেহ উদ্ধার

নিহতদের স্বজনদের আহাজারি
নিহতদের স্বজনদের আহাজারি | ছবি: এখন টিভি
0

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১২ নভেম্বর) সকালে রায়গঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলড়োর নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত খতিব রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রোববার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।’

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনারই কারণ জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ