‘সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে জোট গঠন করা যেতে পারে’

চাষারায় জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে কথা বলছেন হাসনাত
চাষারায় জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে কথা বলছেন হাসনাত | ছবি: এখন টিভি
2

সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। আর যারা সংস্কারের পক্ষে নাই তাদের সঙ্গে কোনো জোট নয়। জাতীয় ঐকমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। সংস্কারের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় নির্বাচনে আমরা তাদের স্বাগতম জানাই।’

এর আগে নারায়ণগঞ্জ সমবায় ব্যাংক ভবনের ১০ম তলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করেন তিনি।

দলের প্রার্থী নির্বাচনের বিষয়ে হাসনাত বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে। আর আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত ২ দিনের কার্যক্রমে সেটি প্রমাণিত। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের তত্ত্ববধায়ক মোহাম্মদ শওকত আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদসহ শ্রমিকশক্তি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এএইচ