আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নরুন্দী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আরও পড়ুন:
এসময় নরুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক জানান, নরুন্দী ইউনিয়ন ও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার প্রায় দুই লাখ মানুষের ট্রেনে বিভাগীয় শহর ময়মনসিংহ হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়। নরুন্দী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের।
এসময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরআগে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীরা যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করে। এ সময় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।





