এর আগে সকাল ১১টায় টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক গোলচত্বর এলাকা অবরোধ করে ছাত্র জনতা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী রাকিব মিয়া ও সুমন চক্রবর্তী জানান, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যোগ করে প্রস্তাবনা পাঠানো আছে। তার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী।
তারা বলেন, ‘টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
তারা জানান, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইল কেউ ওই বিভাগের যুক্ত করার কথা ছিল। পরে ২০১৫ সালে টাঙ্গাইলে কয়েক লাখ মানুষের গণস্বাক্ষরসহ নানা আন্দোলন করে টাঙ্গাইলবাসী।
প্রশাসনের পক্ষ থেকে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো লিখিতভাবে জমার আহ্বান করা হয়েছে। তাদের লিখিত দাবি গুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।





