উল্লেখ্য গত শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় ওই মাদ্রাসার দশ বছরের এক ছাত্রকে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক বলাৎকার করে।
ঘটনার পর ওই ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়।
আরও পড়ুন:
পরে ঘটনাটি বুধবার এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে নয় টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে।





