চার দিন পর স্বাভাবিক হলো উত্তরাঞ্চল থেকে ঢাকার দূরপাল্লার বাস চলাচল

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু,
রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু, | ছবি: সংগৃহীত
0

চার দিন বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বাস মালিকদের পক্ষে থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেয়ায় আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বাস চলাচল শুরু হয়। তবে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে রাজশাহীর শ্রমিকরা।

আজ দুপুরে ঢাকার গাবতলিতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা যানবাহন সমিতি, রাজশাহী শ্রমিক ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসেন। সেখানে উত্তরাঞ্চলের এ তিন জেলার বাস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে একতা পরিবহনের মতো মজুরির দাবি উপস্থাপিত হলে আলোচনায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেন মালিক শ্রমিক পক্ষের নেতারা। তাতে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে প্রতি চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপার ভাইজার ৭৫০ টাকা, হেলপার ৬৫০ টাকা করে পাবে বলে নির্ধারণ করা হয়। এছাড়া ঢাকা কানসাট রুটে চালক পাবেন ১ হাজার ৯৫ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা এবং হেলপার পাবেন প্রতি ট্রিপে ৭০০ টাকা। পাশাপাশি খাবার খরচ ২১০ টাকা থেকে ৯০ টাকা বৃদ্ধি করে ৩০০ টাকা করা হয়।

এ সিদ্ধান্তে সম্মতি জানিয়ে বৈঠক থেকে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। পরে দুপুর থেকেই রাজশাহী নগরীর শিরোইলে ঢাকা বাস কাউন্টারগুলোতে খুলতে শুরু করে। তবে রাজশাহী শ্রমিকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে । তবে বাস চলাচল স্বাভাবিক রাখতে আপাতত নাটোর, চাঁপাই ও ঢাকার স্টাফ দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।

ইএ