গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে নয়াপাড়া এলাকায় ৭-৮ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সন্দেহে স্থানীয়রা দুইজনকে আটক করে বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হায়দার ইসলাম ও আলামিন নামে দু'জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত আলামিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ