রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামিন ট্রাভেলস, হানিফ ও কেটিসির কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু তারা এখনকার বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করছেন। কিন্তু মালিকপক্ষ এতে রাজি নয়। তাই সমাধান হয়নি।’
তবে এ কয়েকটি কোম্পানি ছাড়া অন্য কম্পানির বাস চলাচল স্বভাবিক রয়েছে বলেও জানান তিনি।





