সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে চালের দাম কমেছে

বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের চাল
বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের চাল | ছবি: সংগৃহীত
0

কয়েকমাস ধরে লাগামহীন ময়মনসিংহের চালের বাজার। তবে চলতি সপ্তাহে অনেকটাই স্থিতিশীল হয়েছে দাম। স্বস্তিতে ক্রেতারা। বাজারে সরবরাহ বাড়ায় ২৮ এবং ২৯ প্রজাতির চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৪ থেকে ৫ টাকা।

গত সপ্তাহে ২৮ চাল খুচরা বিক্রি হয়েছে ৬২ থেকে ৬০ টাকা কেজি যা এ সপ্তাহে কমে দাঁড়িয়েছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি। তবে নাজিরশাইলসহ কাটারি ভোগ চালের দাম কেজিতে আরো বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

ব্যবসায়ীরা জানান, মিল মালিকদের ধানের সরবরাহ ঘাটতি থাকায় খুচরা পর্যায়ে চাল বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮০ টাকা কেজি। যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৭৬ টাকা।

চালকল মালিকরা জানান, বর্তমান সময়ে কৃষকদের মজুতকৃত চাল বাজারে ছাড়ায় ২৮ এবং ২৯ প্রজাতির চালের দাম কমেছে।

অন্যদিকে স্বস্তি নেই ডালের বাজারে। সপ্তাহের ব্যবধানে চিকন মসুর ডাল কেজিতে ৫ টাকা বেড়ে ১৫০ টাকা এবং মোটা মসুর ডাল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!