কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, মূলত ভূমি দস্যুদের হাত থেকে খুলনার কপিলমুনি ভারতচন্দ্র হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগ ও হাসপাতালের জায়গা দখলে ভূমি দস্যুদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হাসপাতাল রক্ষা ও উন্নয়ন আন্দোলনের অন্যতম সমন্বয়ক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজসহ বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।