গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ পুশ ইন করতে থাকে। এর মধ্যে ৫২ বিজিবির হাতে পাল্লাতল ও লাতু সীমান্তে ১০৩ জনকে আটক করে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। ইতোমধ্যে বড়লেখা থানা থেকে ৬৪ জন তাদের গন্তব্যে চলে গেছেন। থানায় রয়েছেন ৩৫ জন। এদের প্রায় সকলের বাড়ি কুড়িগ্রাম ও যশোর।
অপরদিকে, কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আটক হওয়া ১৫ জনকে থানার মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকাল ১০টায় কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জন প্রবেশ করলে বিজিবি আটক করে। এর মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন ও শিশু ৪ জন রয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় প্রায় দুইশত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।





