আজ (শনিবার, ১৯ এপ্রিল) কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে এসব রূপা জব্দ করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারিদেরকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে রূপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা জব্দ করে। জব্দকৃত রূপার বাজার মূল্য প্রায় ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।
তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণসহ জব্দকৃত রূপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





