বিজয় দিবস দেশের জন্য গৌরব ও ঐক্যের দিন উল্লেখ করে পিকাবু ডট কমের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘অনলাইন শপিং আরও সহজ করতে গ্রাহকদের জন্য পিকাবু নিয়ে আসছে সব ক্যাটাগরিতে বিশেষ ছাড়।’
তিনি জানান, বিশেষ এ ক্যাম্পেইনে ৫৫ টাকার অফার, ১৬ টাকা ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি থাকছে। এছাড়া বিশেষ সুবিধা হিসেবে প্রতিটি পণ্যের সঙ্গে অফিসিওয়াল ওয়ারেন্টি, মাণ নিয়ন্ত্রণ, ইএমআই সুবিধা, ঝামেলা মুক্ত রিটার্ন ও রিপ্লেসমেন্টের সুযোগ থাকছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘গ্রাহকরা আমাদের মেগা ইভেন্টের জন্য সবসময় উৎসাহের সঙ্গে অপেক্ষা করেন এবং প্রতি বছর তারা বিপুল চাহিদার মাধ্যমে সাড়া দেন। বিজয় দিবস ক্যাম্পেইনের জন্য আমরা প্রস্তুত একটি বিশেষ শপিং অভিজ্ঞতা দেয়ার জন্য, যা গ্রাহকরা মনে রাখবেন।’





