আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) হায়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বহু বছরের এ চুক্তির আওতায় হায়ার মাঠে ডিজিটাল প্ল্যাটফর্ম ও রিটেইল টাচ পয়েন্টসে অ্যাক্টিভেশন করবে। ভক্ত-দর্শকদের জন্য এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স তৈরি এবং কো-ব্র্যান্ডেড স্মার্ট হোম প্রোডাক্ট আনার পরিকল্পনা নিয়েছে।
হায়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট হাইশান লিয়াং বলেন, ‘বিশ্বের দুই শীর্ষ ক্লাবের সঙ্গে পার্টনারশিপ আমাদের গ্লোবাল ভিশন ও ইনোভেশনকে আরও শক্তিশালী করবে।’
ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব লিভারপুল এফসি, এটি প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। ক্লাবটির রয়েছে ১৯টি লিগ টাইটেল, ৬টি ইউরোপিয়ান কাপ এবং প্রায় ৫০ কোটি গ্লোবাল ফ্যানবেস।
ক্লাবটির চিফ কমার্শিয়াল অফিসার বেন ল্যাটি বলেন, ‘হায়ারের গ্লোবাল রিচ আমাদের ওয়ার্ল্ডওয়াইড ফ্যানবেসের সঙ্গে মিলে যায়, আমরা একসঙ্গে কাজ করতে উচ্ছ্বসিত।’
আরও পড়ুন:
এদিকে পিএসজিকে বলা হয় ফরাসি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। গত ১২ মৌসুমে তারা অন্তত দশটি লিগ-১ টাইটেল জিতেছে। ক্লাবটি বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে গঠিত।
পিএসজির চিফ রেভিনিউ অফিসার রিচার্ড হিজেলগ্রেভ বলেন, ‘এ পার্টনারশিপ আমাদের ভক্তদের আরও কাছে নিয়ে আসবে—সেটা স্টেডিয়াম কিংবা ঘরে, দু’জায়গাতেই।’
হায়ার এরই মধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেনিসসহ বিভিন্ন খেলায় গ্লোবাল স্পনসরশিপ পোর্টফোলিও তৈরি করেছে। এর মধ্যে রয়েছে লা লিগা, লা লিগা পর্তুগাল, রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন এবং এটিপি ট্যুর।
প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে হায়ার দ্রুত পপুলার হয়ে উঠছে। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, মডার্ন শোরুম এবং লোকাল মার্কেটিং ইনিশিয়েটিভসের মাধ্যমে হায়ার এখন গ্লোবাল ইনোভেশন বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে।





