উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাক্সফো ইলেকট্রনিক্সর পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন ইনচার্জ তন্ময় আচার্য ও সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা।
গ্রাহকের কথা মাথায় রেখে বাজারে আসা নতুন তিনটি মডেল:
LAXFO AC-DC 16-ইঞ্চি রিচার্জেবল ফ্যান-১২V ৪৫০০mAh ডুয়েল ব্যাটারি, ১৬০০ RPM মোটর, ৫ থেকে ১২ ঘণ্টা ব্যাকআপসহ এই ফ্যানটি টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যান দুইভাবেই ব্যবহারযোগ্য।
LAXFO AC-DC 14-ইঞ্চি রিচার্জেবল ফ্যান-৬V ৭০০০mAh ব্যাটারি, ১৪০০ RPM মোটর এবং ৪ থেকে ১২ ঘণ্টা ব্যাকআপের পাশাপাশি LED লাইট ও মোবাইল চার্জিং সুবিধা রয়েছে।
LAXFO AC-DC 14-ইঞ্চি ইন্টেলিজেন্ট ডিসপ্লেসহ রিচার্জেবল ফ্যান-বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে রিচার্জেবল ফ্যান, যার রিয়েল-টাইম ব্যাটারি স্ট্যাটাস, ৯টি স্পিড মোড ও কাস্টমাইজেবল এয়ারফ্লো রয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি