কর্পোরেট
0

রাজধানীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মোটর ফেস্ট

গাড়ি প্রেমীদের জন্য রাজধানীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মোটর ফেস্ট। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইজার্ড শোবিজের আয়োজনে নানা ব্র্যান্ডের আকর্ষণীয় গাড়ি ও অ্যাক্সেসরিজ প্রদর্শনী হচ্ছে এ ফেস্টে।

নির্মাতা, আমদানিকারক, সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণ করেছে বাইক, লুব্রিকেন্ট, আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭টি কোম্পানি।

পরিবেশবান্ধব আধুনিক ফিচারযুক্ত গাড়ি প্রদর্শন ও বিক্রিতে সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে মোটর ফেস্টটি গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে।

যেখানে নতুন মডেলের গাড়ি ও বাইক দেখার পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ ও পণ্য সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া মেলাটি চলবে শনিবার পর্যন্ত।

ইএ