কর্পোরেট
0

সারাদেশে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজনের উদ্বোধন

দেশের যে-কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম। মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে 'ডিজিটাল কাস্টমার ডাটাবেজ' গড়ে তুলছে ওয়ালটন। ক্যাম্পেইনের সময় পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ হচ্ছে। এতে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন প্রাহকরা।

সারাদেশে 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে গ্লোবাল ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই সিজনেও ওয়ালটন ক্রেতাদের জন্য 'ডাবল মিলিয়ন' অফার ঘোষণা করেছে- ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম। মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।

এছাড়াও চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। 'ই-প্লাজা' থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনে রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহায়। আজ (বুধবার, ৯ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন- ২১' এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

'ওয়াল্টন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১' এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। তিনি দেশব্যাপী এ সিজনের উদ্বোধন করেন। সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার গালীর বিন মোহাম্মদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, তাহসিনুল হক, মোস্তফা কামাল, সোহেল রানা

অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম এবং এমডি মোহাম্মদ রায়হান জানান, সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগের মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ওয়ালটন গ্রুপের হেড অব সেলসের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাছাই করে বিজয়ী নির্ধারণ করা হয়। পুরস্কার একজন পাবে না একাধিক জনের পাওয়ার সুযোগ রয়েছে।'

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ রায়হান বলেন, 'কাস্টমার আসলে কী চাই সেটার সাথে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। কাস্টমারের আগ্রহ নিয়েই আমরা কাজ করি।'

সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে 'ডিজিটাল কাস্টমার ডাটাবেজ' গড়ে তুলেছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন গ্রাহকরা।

ইএ