অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কঠোর হচ্ছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি ভ্রমণ ভিসায় দেশটিতে প্রবেশ করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) মন্ত্রীসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, অবৈধ অভিবাসীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, ‘তাদের প্রবেশ ছিলো সামাজিক উদ্দেশে, যেমন ভ্রমণ বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা। তবে অভিযানে দেখা গেছে, তারা অভিবাসন আইনের পরিপন্থিভাবে কাজ করছিলেন।’
আরও পড়ুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গতবছর থেকে এখন পর্যন্ত ভ্রমণ ভিসা অপব্যবহারকারী ৫৪ হাজারের বেশি বিদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সাম্প্রতিক অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ বিদেশিকে আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি বলেন, ‘রাতের অভিযানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আমরা ছাদের ওপর লুকিয়ে থাকা কয়েকজন বিদেশিকে শনাক্ত করতে সক্ষম হই। এ সময় ১৫ জনের বেশি ব্যক্তিকে খুঁজে বের করে আটক করা হয়।’
দেশটির সরকার বলছে, দেশের শ্রমবাজার ও নিরাপত্তা রক্ষায় অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





