‘আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না। চাঁদাবাজদের হাতেও সম্মানজনক কাজ তুলে দেব। চাঁদাবাজি করতে দেব না।’

জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু দেশ ছেড়ে যাইনি। কথা দিচ্ছি, সুখে দুঃখে দেশবাসী ফেলে কোথাও যাবো না।

তিনি বলেন, মজলুম ছিলেন, জালেম হতে যাবেন না। যদি না বুঝেন ১২ তারিখ জনগণ বুঝিয়ে দেবে। আমরা আর পরিবারতান্ত্রিক রাজনীতি দেখতে চাই না।’

আরও পড়ুন:

এসময় দুর্নীতির পক্ষ না নিয়ে গণমাধ্যমকে নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আজকে আমি শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার এক পর্যায়ে এক শহিদের মা আমাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরেন। আমি তো তাকে ছুড়ে মারতে পারিনি। শহিদের মা তো জাতির মা, আমার মা। কিন্তু এক শ্রেণির ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে। তাদের ঘরে কি মা বোন নেই?’

তিনি বলেন, ‘নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা দিয়েছি, এটা বাস্তবায়ন করা ঈমানী দায়িত্ব। যদি অন্য কেউ ক্ষমতায় আসে তাহলে তাকেও বাধ্য করা হবে বিভাগ করতে। আমরা কোনো এলাকাকে নামের নামে, পূর্বের কোনো অযৌক্তিক কারণে জনগণের চাওয়াকে বঞ্চিত করা যাবে না।’

এএইচ