আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার শুভাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে দেশ গড়তে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণির ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে।’
আরও পড়ুন:
নির্বাচনি জনসভায় তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়জুদ্দিন শেখ।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, নগর ঘাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহব্বত আলী সরদার, জাহাঙ্গীর চেয়ারম্যান, তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, রিজভী আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।





