সাতক্ষীরায় নিখোঁজ শিশু রিয়ানের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশু সেজাত হোসেন রিয়ান (৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৫ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়ান সদর উপজেলার আখড়াখোলা ইউনিয়ন সদরের বাসিন্দা শাহাদাত হোসেন সাজুর ছেলে। বল্লী ইউনিয়নের সাবেক সদস্য মো. গোলাম কিবরিয়া জানান, তার আপন ছোট ভাই মতিয়ার রহমান সরদার শিশু রিয়ানের নানা। রিয়ান প্রায়ই নানার বাড়িতে যাতায়াত করত।

তিনি আরও জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নানার বাড়ি থেকেই শিশু রিয়ান নিখোঁজ হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রিয়ানের মা ইশরাত জাহান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন:

সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, শিশু রিয়ানকে অপহরণ করা হয়েছিল। দুটি লোক একটি মোটরসাইকেলে করে তাকে নিয়ে যায়। সদর উপজেলার রাজনগর বাজার এলাকায় অনেকেই তাদেরকে দেখেছেন বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ