কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এসময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, একই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুরে তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া চান এবং গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।
এদিকে, নির্বাচনি এলাকার ভোটাররা জানান, তারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের সরব উপস্থিতিতে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনি উত্তাপ ছড়াতে শুরু করেছে।





