ঘরের মাঠে মোনাকোকে একপ্রকার উড়িয়ে দিয়ে ৬-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জোড়া গোল ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন ভিনিসিয়াস-বেলিংহ্যাম-মাস্তানতুয়ানোরা।
এদিকে হাইভোল্টেজ ম্যাচে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে চলতি মৌসুমে উড়তে থাকা আর্সেনাল। আসরে সাত ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে তারা।
আরও পড়ুন:
ইপিএলের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি হেরে বসেছে নরওয়ের অনেকটাই অখ্যাত ক্লাব বোদো গ্লিমটের কাছে। ম্যাচের ৫৮ মিনিটেই তিন গোলের লিড নিয়ে নেয় ক্লাবটি। ৬০ মিনিটে রায়ান চেরকি একটি গোল শোধ করলেও, আর গোলের দেখা পায়নি তারা।
একই রাতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। বল দখল থেকে গোলপোস্টে শট, সব বিভাগে এগিয়ে থাকলেও, ম্যাচের শেষ মিনিটের গোলে হারতে হয় তাদের।





