আগামী সপ্তাহে চালু হচ্ছে বাস ই-টিকিটিং সিস্টেম

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির লোগো
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির লোগো | ছবি: এখন টিভি
0

আগামী সপ্তাহ থেকে ঢাকা মহানগরীতে বাস ই-টিকিটিং সিস্টেম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার হোসেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিএমপির সার্বিক সহযোগীতায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং আরবান মুভ টেক লিমিটেডের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘নির্ধারিত জায়গা ছাড়া পাল্লা দিয়ে হুড়োহুড়ি করে আর বাসে উঠতে পারবেন না, শৃঙ্খলা মেনেই চলতে হবে যাত্রীদের। র‌্যাপিড পাসসহ সরকারি সিস্টেমে এ টিকিট ব্যবহার করা যাবে।’

আরও পড়ুন:

এসময় সংশ্লিষ্ট বক্তারা বলেন, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা রয়েছে। কিউআর কোডেই সেটি সংযুক্ত করা থাকবে। সব যাত্রী ই-টিকিটিংয়ের মাধ্যমে বাসে উঠবে, ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না। যেসব যাত্রীরা বাটন ফোন ব্যবহার করেন তারা কাউন্টার থেকে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন।

তারা আরও বলেন, অসম প্রতিযোগিতায় গাড়ি চালানোর কারণে প্রায় প্রতিটি গাড়ী লক্কর-ঝক্কর, ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় পতিত হইয়াছে। বিগত ফ্যাসিস্ট সরকার যাত্রী ও দেশের জনগণের কল্যানে কোনো কাজ না করে এই সেক্টরকে দলীয় অংগ-সংগঠনের মত ব্যবহার করে বিশৃঙ্খল ও অসহনীয় করে তুলেছিল।

এছাড়া গত ১ বছর ধরেই দেশের ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন বলে জানান সংশ্লিষ্টরা।

এসএইচ