প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ নয়, কবে প্রকাশ হবে জানাল মন্ত্রণালয়

প্রাইমারি নিয়োগ পরীক্ষা
প্রাইমারি নিয়োগ পরীক্ষা | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের (Primary Assistant Teacher Recruitment) লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না। তবে নিয়োগপ্রত্যাশীদের জন্য সুখবর হলো, চলতি সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত এই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

একনজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ আপডেট ২০২৬

বিষয় (Topic)বিস্তারিত তথ্য (Details)
মোট শূন্য পদ"১৪,৩৮৫টি"
মোট পরীক্ষার্থী১০ লাখ ৮০ হাজার প্লাস
ফল প্রকাশের সম্ভাব্য সময়চলতি সপ্তাহের মধ্যে
জালিয়াতির অভিযোগে আটক২০৭ জন (ডিভাইস পার্টি)
নিয়োগকারী প্রতিষ্ঠানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল প্রকাশে কেন বিলম্ব? (Why the Delay in Result)

সূত্র অনুযায়ী, ফল প্রকাশের কারিগরি কাজ এখনো চলমান রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে যে চিঠি পাঠানোর কথা, তা এখনো এসে পৌঁছায়নি। এই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে।

নিয়োগ পরীক্ষার প্রেক্ষাপট ও জালিয়াতি বিতর্ক (Background and Controversy)

গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

পরীক্ষা চলাকালীন এবং পরবর্তী সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে:

জালিয়াতি ও গ্রেফতার: পরীক্ষা চলাকালীন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন এবং নওগাঁ ও দিনাজপুরে ১৮ জন করে গ্রেফতার হয়েছেন।

বাতিলের দাবি বনাম অধিদপ্তরের অবস্থান: প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে নিয়োগপ্রত্যাশীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জালিয়াতি চক্রকে গ্রেফতার করা হয়েছে, তাই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন:

এসআর