গাজীপুরে হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক ৩

নিহত লিটন চন্দ্র ঘোষ
নিহত লিটন চন্দ্র ঘোষ | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও এলাকায় লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী নামে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

লিটন চন্দ্র ঘোষ উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে। আটকৃতরা হলেন—স্বপন মিয়া, তার স্ত্রী মাজেদা বেগম ও  ছেলে মাসুম মিয়া। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বালিগাঁও এলাকায় লিটন চন্দ্র ঘোষের বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল রয়েছে। শনিবার দুপুরে বালীগাঁও এলাকার স্বপন মিয়ার ছেলে মাসুম মিয়া ওই হোটেলে যায়। এসময় হোটেলের কোনো বিষয় নিয়ে হোটেলের এক কর্মচারীর সঙ্গে মাসুম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুমের বাবা স্বপন মিয়া ও মা মাজেদা খাতুনও সেখানে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় হোটেল মালিক লিটন চন্দ্র ঘোষ সেখানে এগিয়ে গেলে তাকে বেলচা দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। 

আরও পড়ুন:

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাথায় বেলচা দিয়ে আঘাত করে হোটেল মালিক লিটন চন্দ্র ঘোষকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরপরই তিন জনকে আটক করা হয়েছে।’

এএম